রাজধানীতে বাস উল্টে অন্তত ১৩ জন আহত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১৩ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টার দিকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের বাসটি চন্দ্রিমা উদ্যানের এলাকায় এলে এ ঘটনা ঘটে। বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়, এরপর বাসটি আবার ফুটপাতে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এ ঘটনায় বাসের ভেতরে থাকা অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি উল্টে যাওয়ার পর সামনের গ্লাস ভেঙে গেছে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল বলেন, বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টানোর পর পর চালক ও হেল্পার পালিয়ে গেছে। পরে আমরা বাসটি রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণ খতিয়ে দেখা হবে।