পাকুন্দিয়ায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম (০৭) তিনি উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের মামুন মিয়ার মেয়ে ও আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন। চিকিৎসক বলছেন, গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়।

মিমের পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে রবিবার সকালে অটোরিকশা দিয়ে দাদী ও ফুফুর সাথে পৌর সদরের শ্রীরামদী নানার বাড়িতে বেড়ানো যাওয়ার পথে শ্রীরামদী এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত তাঁর ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তাঁর গলায় ফাঁস পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিঠুন রানা বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।