নিউ সুপার মার্কেটের আগুনে ফায়ার সার্ভিসের ৯ সদস্য আহত

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের নয় কর্মী। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।

শনিবার ভোর পাঁচটা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।একে একে মোট ৩০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আমাদের ৩০ টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আমাদের ফায়ার ফাইটার নয়জন আহত হয়েছেন জেনেছি।তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তবে কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ওই কর্মকর্তা।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল।