করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮৩৯ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৭৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন আট লাখ ১০ হাজার ৯৯০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫১ হাজার ৩২২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১ টি, জিন এক্সপার্ট ৪৪ টি, র্যাপিড অ্যান্টিজেন ৩৩৪ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫২৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ। একই সময়ে মৃত ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন চার জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ছয় জন, রাজশাহী বিভাগে চার জন, ও ময়মনসিংহ বিভাগে তিন জন, রংপুর বিভাগে পাঁচ জন, সিলেট বিভাগের তিন জন ও বরিশাল বিভাগে এক জন রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বেসরকারি হাসপাতালে ছয় জন, বাড়িতে এক জন রয়েছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ২৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের নিচে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৮৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৬৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৯ হাজার ৫১৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৯৪৩ জন। গত বছরের ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। Share this:FacebookX Related posts: করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৪ করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী করোনায় সুস্থ রোগীর সংখ্যা লাখ ছাড়ালো করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮৭৪ করোনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও শনাক্ত করোনায় প্রাণ হারালেন ৯০ পুলিশ সদস্য SHARES Matched Content জাতীয় বিষয়: করোনায়বেড়েছে আক্রান্তমৃত্যু কমলেও