রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ টির বেশি ইউনিট।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস।কিছুক্ষণ পরে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরো কিছু ইউনিট তাতে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এসব তথ্য জানান।

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে যা এখন দ্বিতীয় তলায় ও ছড়িয়ে পড়েছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামাল সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

কয়েকজন ব্যবসায়ীকে নিউ সুপার মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যায়। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে বেশি বেশি পণ্যের পসরা সাজিয়ে থাকেন। আজকের আগুনে এমন বহু ব্যবসায়ীর স্বপ্ন মাটি হতে চলেছে।

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এক ব্যবসায়ী বলছিলেন, ‘সকালে হঠাৎ ফোন পেয়ে দৌঁড়ে এসেছি।ভেতরে তো যাইতে পারতেছি না,বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছে।আগুন দেখার উপায় নেই। সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে।’