ফায়ার সার্ভিসের ১৯ কর্মকর্তার পদোন্নতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ অনলাইন ডেস্ক : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯ কর্মকর্তাকে উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। যারা বিভিন্ন জেলায় জেলা প্রধানের দায়িত্ব পালন করবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপ-সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। এ সময় অধিদফতরের তিন পরিচালক এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। সকল দুর্যোগ-দুর্ঘটনায় সাড়া দেওয়ার লক্ষ্যে জেলা কর্মকর্তাদের দায়িত্বশীল ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জান-মাল রক্ষায় পদোন্নতি পাওয়া কর্মকর্তাগণ নিবেদিতভাবে কাজ করে এই প্রতিষ্ঠান ও সরকারের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখবেন বলেই আশা করি। Share this:FacebookX Related posts: থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন প্রত্যেক উপজেলায় হবে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ প্রধানমন্ত্রীকে সাধুবাদ ডা. জাফরুল্লাহর মাস্ক না পরলেই ব্যবস্থা, নির্দেশনা ৩১ আগস্ট পর্যন্ত থাকবে ‘দেশের ক্রীড়াঙ্গণকে এগিয়ে নিতে শেখ কামালের স্বপ্ন ছিল আকাশছোঁয়া’ করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ৫ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল ভাঙন রোধে নিয়মিত ক্যাপিটাল ড্রেজিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর যাদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হলো ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন আহমেদ জামাল SHARES Matched Content জাতীয় বিষয়: ১৯ কর্মকর্তার পদোন্নতিফায়ার সার্ভিসের