রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুন ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক :রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহিনের বাবার নাম নুরুল ইসলাম মোল্লা। তাঁর বাড়ি বরিশালে। ঈদের পরই ভবনটিতে কাজ করতে আসেন তিনি। শাহিনের সহকর্মী কামাল হোসেন জানান, গুলশান-১, মহাখালী রোডের ১৩ নম্বরে নির্মাণাধীন একটি ভবনে রডমিস্ত্রি হিসেবে কাজ করতেন শাহিন। থাকতেন ওই ভবনেই। সকালে ভবনটির নিচতলায় কাজ শুরু করার আগ মুহূর্তে লোহার দরজা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। এর পর তাঁকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। Share this:FacebookX Related posts: বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০ নোয়াখালীর সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৫১৫ গত ২৪ ঘন্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৬৪৬৯ করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৪৩ করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৪৭ SHARES Matched Content জাতীয় বিষয়: নির্মাণমৃত্যুরাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টেশ্রমিকের