স্বাস্থ্য কমপ্লেক্সে ডুকে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে পূর্ব শক্রতার জের ধরে স্ত্রী আইভি বেগম (২৭) ও স্বামী আনিছুজ্জামান ঢালী নামের দুইজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইভির স্বামী আনিছুজ্জামান ঢালী টঙ্গিবাড়ি থানায় ৬জনকে আসামী করে লিখিত অভিযোগ করেন।

তিনি জানান- জায়গা-সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরে আমার বসত বাড়িতে প্রবেশ করে বিকাল ৫ টার দিকে দ্বীন ইসলাম ঢালী, দুলাল ঢালী, সৈকত ঢালী, ফাতেমা বেগম ও কলসুম বেগম মারধর করে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে বাশঁবাড়ি গ্রামের ভাড়াটিয়া গুন্ডা ছেচরা সজিব কর্তব্যরত চিকিৎসকের সামনে আমকে ও আমার স্ত্রীকে মারধর করে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা ফেরদৌসী ও হাসপাতালের স্টাফ আবজাল হোসেনে টঙ্গীবাড়ি থানা পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। এসময় ছেচরা সজিব আমার পকেটে থাকা ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গিবাড়ি থানা অফিসার ইনচার্জ মো: রাজিব খান জানান- অভিযোগ পেয়েছি ব্যবস্থা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।