কালীগঞ্জে করোনায় এসিল্যান্ডসহ ১৫ জন আক্রান্ত

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৪৭ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় ১৫ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদ্য বিদায় নেওয়া কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম রয়েছেন। এ নিয়ে কালীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২১৫ জন।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদ্য বিদায় নেওয়া এসিল্যান্ড ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী, কালীগঞ্জ পৌর ভূমি অফিসের এক কর্মচারী, স্থানীয় হা-মীম ও এবিএল নামের দু’টি পোষাক কারখানার ৩ জন কর্মচারী রয়েছেন। তবে আক্রান্ত ১৫ জনের মধ্যে কালীগঞ্জ পৌরসভার ৯ জন, তুমলিয়া ইউনিয়নের ১ জন, জামালপুর ইউনিয়নের ২ জন, বাহাদুরশাহী ইউনিয়নের ২ জন ও মোক্তারপুর ইউনিয়নে ১ জন। তবে পৌর এলাকায় আক্রান্তদের মধ্যে রেড জোন এলাকার ৪ ও ৫নং ওয়ার্ডের রয়েছেন ৬ জন।

ইউএনও মো. শিবলী সাদিক আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৩ জনে মৃত্যু হয়েছে। যার মধ্যে ১ মাসের এক শিশু, ষাট ও সত্তরোর্ধ্ব দুইজন বৃদ্ধ রয়েছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৮৩৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ২১৫ জন নারী-পুরুষের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতিমধ্যে ১৩৬ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছে।