ঘুমন্ত বড় ভাইকে জবাই করল ছোট ভাই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ অনলাইন ডেস্ক ; ঘুমন্ত অবস্থায় মানিকগঞ্জের সিংগাইরে বড় ভাই আবু রায়হানকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে ছোট ভাই রোমান। রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম ফকিরপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা ওই গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহজাহান ফকিরের তিন ছেলে। তারা হলেন, আবু রায়হান (২৮) রোমান (২৪) ও জামান (১৮)। প্রায় এক বছর আগে রোমান প্রেম করে বিয়ে করে। পরিবারের কেউ মেনে নেয়নি তার এই বিয়ে। এছাড়া টাকা-পয়সা নিয়ে ওই পরিবারে বিরোধ চলছিল। মা-বাবা এক ঘরে ও পাশেই অন্য একটি ঘরে একই খাটে ঘুমান তিন ভাই। প্রতিদিনের ন্যায় রবিবার রাত ৯ টার দিকে খাবার খেয়ে তিন ভাই ঘুমাতে যান। বড় ভাই রায়হান ও ছোট ভাই জামান শুয়ে পড়লেও রোমান চেয়ারে বসে ছিলেন। রাত ১২ টার দিকে ঘুমন্ত অবস্থায় রায়হানকে ধারালো ছুরি দিয়ে জবাই করে রোমান পালিয়ে যায়। এসময় বড় ভাই রায়হানের গোঙ্গানির শব্দে ঘুম ভেঙ্গে যায় ছোট ভাই জামানের। তখন তার মা-বাবাকে ঘুম থেকে ডেকে উঠান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পরিবারিক কলহের জেরেই রায়হান খুন হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক রোমানকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।এঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।’ Share this:FacebookX Related posts: রাজধানীর চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডে ৩৭৭টি ঘর ভস্মীভূত, দগ্ধ ২ মানিকগঞ্জে ৫ মণ ভেজাল গুড় জব্দ গাজীপুরে ধর্ষণের পর ফেসবুকে উল্লাসকারী ৪ জন রিমান্ডে রাজবাড়ীতে টিভি চালিয়ে লোক জড়ো করায় ৪ দোকানিকে জরিমানা রাজধানীতে বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ আগুন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩ বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৩২ জনের মরদেহ হস্তান্তর ধলেশ্বরী নদীর বাধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত মির্জাপুরে ডাকাতির প্রস্ততিকালে ১ ডাকাত গ্রেপ্তার মানিকগঞ্জ মেয়র হলেন নৌকার রজমান আলী ভেদরগঞ্জে বিদ্যুৎ সংযোগ পেল ৪৪৪৯ পরিবার সেতু আছে, সড়ক নেই SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ঘুমন্ত বড় ভাইকেজবাই করল ছোট ভাই