মানিকগঞ্জে ৫ মণ ভেজাল গুড় জব্দ

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপিনাথপুরের মজমপাড়া গ্রামে অভিযান চালিয়ে শুক্রবার পাঁচ মণ ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত গ্রামের বাচ্চু ও তার ভাই রজব আলীর বাড়িতে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়।

অভিযানে বিভিন্ন অপদ্রব্য, চিনি ও পুরাতন মানহীন গুড় ব্যবহার করা ৫ মণ গুড় জব্দ করা হয় এবং বাচ্চু ও রজবকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই দুই অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে আসছিল। পালিয়ে যাওয়ায় গুড় তৈরির কারিগরদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত গুড়গুলো পাশ্ববর্তী ঝিটকা বাজারের গুড়পট্টিতে বিনষ্ট করা হয় বলে জানান তিনি।

অভিযানে নতুন নাগরিকত্ব আইনের (ক্যাব) সাধারণ সম্পাদক নুরুন্নবী তুলিপ,হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলামসহ হরিরামপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন।