সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির ইফতার অনুষ্ঠানে ভাঙচুর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ইফতার অনুষ্ঠানে ভাঙচুর, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে। পরে অবশ্য চেয়ার-টেবিল ঠিক করে ইফতার অনুষ্ঠান সম্পন্ন করে আইন সমিতির নতুন কমিটি। জানা গেছে, সমিতি ভবনের তিনটি হলরুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটি। এ কমিটিকে অস্বীকার করে বিএনপিপন্থী আইনজীবীরা ইফতার আয়োজনের ব্যানার, চেয়ার-টেবিল ভাঙচুর করে। বিকেল ৪টার দিকে সমিতির এডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ করে দেয় ইফতার আয়োজন। এর মধ্যে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া করলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের মূল ফটকে অবস্থান নেন। দুই পক্ষই মারমুখী অবস্থান নেয়। ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর করা হল গুছিয়ে ইফতার সম্পন্ন করে আইনজীবী সমিতি। ইফতার অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম থাকলেও অনুষ্ঠানে তিনি আসেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবীরা। Share this:FacebookX Related posts: পুলিশ পরিচয়ে ইয়াবা ব্যবসা, পুলিশের হাতেই আটক! গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাছ ব্যবসায়ী নিহত কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার টাঙ্গাইলের সব নদীতে পানি বাড়ছে, অর্ধশত গ্রাম প্লাবিত কোটালীপাড়ায় ছাত্রীদের অনৈতিক প্রস্তাব, শিক্ষক বহিস্কার মধ্যরাতে শেষ হচ্ছে পূর্ব রাজাবাজারের লকডাউন রাজধানীতে চার ছিনতাইকারীকে আটক করোনাকালেও সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে সালথায় গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ সখীপুরে শিক্ষক পরিবারকে হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ‘সারাদেশেই হাসপাতালের শয্যা বৃদ্ধি করা হবে’ পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে গাজীপুরে মহাসড়ক অবরোধ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: আইনজীবী সমিতিরইফতার অনুষ্ঠানেভাঙচুরসুপ্রিম কোর্টে