আগামী অর্থবছরে সারের চাহিদা সাড়ে ৬৮ লাখ টন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : আগামী অর্থবছরে (২০২৩-২৪) দেশে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন রাসায়নিক সারের প্রয়োজন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। সোমবার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘গত চার বছরে প্রধানমন্ত্রী সারের দাম এক টাকাও বাড়াননি। অর্থ মন্ত্রণালয় বার বার আমাদের ওপর চাপ দিচ্ছে যে, সারের দাম বাড়ান, আমরা অর্থ যোগাড় করতে পারছি না, আমরা অর্থ আপনাদের দিতে পারছি না। প্রধানমন্ত্রী অনড়, কিছুতেই তিনি সারের দাম বাড়াবেন না।’ তিনি বলেন, ‘এ পরিপ্রেক্ষিতে আজকেও আমরা আলোচনা করেছি। আমি আপনাদের বলতে চাই, আশা করি আপনারা জাতির সামনে তুলে ধরবেন। এ বছরও আমাদের সারের দাম বৃদ্ধির কোন পরিকল্পনা নেই। সারের দাম বাড়ানো হবে না।’ আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষক যাতে পর্যাপ্ত পরিমাণ সার পায় সে জন্য সভায় সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন সারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: আগামী অর্থবছরে অর্থনীতির আকার হবে ৫০০ বিলিয়ন ডলার : অর্থমন্ত্রী নারীর সম্ভ্রমহানি মহামারি আকার ধারণ করেছে : ড. কামাল বাংলাদেশকে ৬৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি যুগ্মসচিব হলেন ১৩২ কর্মকর্তা আশুরার চেতনা ধারণ করে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর করোনার ধাক্কায় ডিএসসিসির ৫ প্রকল্পের কাজে ধীরগতি ‘ধরিত্রী বাঁচাতে শক্তিশালী বৈশ্বিক জলবায়ু জোট চাই’ জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার, আশপাশে বসবাসরতের জন্য নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানালেন প্রধানমন্ত্রী গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো গমের বদলে চালের রুটি খান: ধর্ম প্রতিমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: আগামী অর্থবছরেসাড়ে ৬৮ লাখ টনসারের চাহিদা