জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার, আশপাশে বসবাসরতের জন্য নতুন নির্দেশনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ অনলাইন ডেস্ক : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতিবারে বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা থাকে। তবে এবার নতুন করে বাড়তি নিরাপত্তার জন্য নতুন নির্দেশনা দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধের আশেপাশের এলাকায়র নাগরিকদের সতর্ককরণ ও অব্যাহতি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে নোটিশের বিষয়ে নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ। সতর্কবার্তা ও নোটিশে বলা হয়েছে, জাতীয় বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যারা জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বসবাস করেন তাদের আগামী দুই দিনের মধ্যে বিট পুলিশিং এর নির্ধারিত ফরম পূরণ করে আশুলিয়া থানা অথবা স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পে জমা দিতে হবে। আগামী ১৬ ডিসেম্বরের আগে কোনো ধরনের আত্মীয় অথবা নতুন ভাড়াটিয়াদের গ্রহণ বা আশ্রয় দেওয়া যাবে না। জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ বলেন, জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করার জন্য সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছি। আগামী দুই-এক দিনের ভেতর তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। সে সঙ্গে নতুন করে কেউ স্মৃতিসৌধের আশপাশের এলাকায় আশ্রয় নিতে পারবে না। Share this:FacebookX Related posts: জাতীয় স্লোগান হবে ‘জয় বাংলা’: হাইকোর্ট করোনাভাইরাসের বিস্তার রোধে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ছুুটি বাড়ছে, আসছে নতুন নির্দেশনা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক জাতীয় শোক দিবস কাল জাতীয় শোক দিবস আজ করোনা কেড়ে নিলো আরো ৪৫ জনের প্রাণ আশুরার চেতনা ধারণ করে ন্যায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর ভ্যাকসিন: দেশে কবে, দাম কেমন হবে জানালো বেক্সিমকো জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ জাতীয় সংসদের অধিবেশন শুরু SHARES Matched Content জাতীয় বিষয়: আশপাশেজাতীয়নতুন নির্দেশনানিরাপত্তা জোরদারবসবাসরতের জন্যস্মৃতিসৌধে