যুগ্মসচিব হলেন ১৩২ কর্মকর্তা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

অনলাইন ডেস্ক : জনপ্রশাসনে কর্মরত ১৩২ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করেছে সরকার। তাদের মধ্যে ১২৩ জনের নামে শুক্রবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর বাকি নয়জন লিয়েনে থাকায় তাদের নামে প্রজ্ঞাপন জারি হয়নি।

নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের পর্যায়ক্রমে পরে পদায়ন করা হবে।

জনপ্রশাসনের প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ১১৭ জন উপসচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে। আর বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত আরও ছয়জন পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের অধিকাংশই বিসিএস (প্রশাসন) ১৮ ব্যাচের। ৪৪ জন অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। এ ছাড়া ১০ থেকে ১২ জন লেফটআউট থেকে পদোন্নতি পেয়েছেন।

নিয়মানুযায়ী, লিয়েনে থাকা কর্মকর্তারা পদোন্নতি পেলেও তাদের নামে প্রজ্ঞাপন জারি হয় না। তারা লিয়েন শেষে কর্মস্থলে যোগদান করে আবেদন করলে তখন তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি হয়।