ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে৷ শুক্রবার আগরতলার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।

করোনার কারণে ২৬ এপ্রিল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে।