গ্রেফতার হেফাজত নেতার মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মে ২০, ২০২১ নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় গ্রেফতার সোনারগাঁ থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় তিনি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, ইকবাল গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। ইকবাল হোসেনের বড় মেয়ে মাহবুবা জানান, দুপুর ৩টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হলো। আমাদের সকালে জানানো হয়েছে তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি ইতোমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়। এর আগে ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। সোনারগাঁর রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল। পরে সোনারগাঁ থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র্যাব। Share this:FacebookX Related posts: ঢাকায় বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ শনাক্ত রোগী ৫ লাখ ছাড়াল ২৪ ঘণ্টায় ৩৮ মৃত্যু নোয়াখালীর সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৫১৫ গত ২৪ ঘন্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৬৪৬৯ দুই ব্যাংক কর্মকর্তার মৃত্যু করোনায় করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ৭৪, শনাক্ত ৬৮৫৪ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৪৬২ করোনায় একদিনে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৪৩ SHARES Matched Content জাতীয় বিষয়: গ্রেফতামৃত্যুর হেফাজত নেতার