স্ট্রোকে মৃত্যুকে নিপাহ ভাইরাস বলে অপপ্রচার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে মুরাদ সরদার (১৮) নামে এক যুবকের ব্রেইন স্ট্রোকে মৃত্যু হলেও ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে এ মৃত্যু নিপাহ ভাইরাসজনিত কারণে বলে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত মুরাদ সরদার উপজেলার বাহাদুরপুর গ্রামের মাছ ব্যাবসায়ী আবুল সরদারের ছেলে। ২০২২ সালে এফকে টেকনিক এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ভোকেশনাল এসএসসি ভোকেশনাল পাশ করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল মুরাদ।

 প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানাসহ বেশ কিছু সমস্যার কারণে তাকে বুধবার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। 

কয়েকদিন আগে বন্ধুদের সাথে মিলে কাঁচা রস পান করায় স্থানীয়দের ধারণা মুরাদ নিপা ভাইরাসজনিত কারণে মারা গেছে। যে কারণে তার বেশ কিছু বন্ধু ও আত্মীয়-স্বজন না বুঝেই এ মৃত্যুকে নিপাহ ভাইরাসজনিত কারণে বলে ফেসবুকে ব্যাপক প্রচার করে। এতে জনমনে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মুরাদের চাচাতো ভাই স্কুলশিক্ষক আবুল কাশেম ও রেজাউল হক জানান, মুরাদ গত ৪/৫ দিন ধরে জ্বরসহ অন্যান্য সমস্যায় ভুগছিল।এ জন্য বাজারের হাতুড়ে ডাক্তারের কাছ থেকে এন্টিবায়োটিক সেবন করে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকালের দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্হানান্তর করা হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। 

তারা আরো বলেন, মুরাদ ১০/১২ দিন আগে কয়েকজন বন্ধুর সাথে কাঁচা খেজুরের রস খেয়েছিল সত্য। কিন্তু নিপাহ ভাইরাস হলে তো অন্য বন্ধুদেরও হওয়ার কথা। চিকিৎসক তার মৃত্যুকে ব্রেইন স্ট্রোক বলে ডেথ সার্টিফিকেটে দিয়েছেন। তবে মৃত্যুর আগে সেখানে মুরাদের ব্লাড স্যাম্পল নিলেও তার রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ মো. শরিফ বলেন, সুনির্দিষ্ট পরিক্ষা -নিরীক্ষা ছাড়া কোনো লক্ষণ দেখে নিপাহ ভাইরাসের বিষয়ে নিশ্চিত হওয়া যায় না। তাই এ বিষয়ে বিভ্রান্ত ও আতঙ্কিত না হয়ে আমাদের সকলকে বরং আরো সচেতন হওয়া দরকার।