আফগানিস্তানে সাবেক এমপিকে নিজ বাড়িতে গুলি করে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক ; আফগানিস্তানে মুরসাল নবীজাদা নামে সাবেক এক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে ওই নারী আইনপ্রণেতার বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার (১৬ জানুয়ারি) আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক আফগান নারী সংসদ সদস্য এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মুরসাল নবীজাদা যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে পার্লামেন্টের সদস্য ছিলেন। তবে ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। তিনি আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলে থেকে গিয়েছিলেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, ‘নবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।’ স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, রোববার বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, নবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে। খালিদ অবশ্য এই ঘটনার পেছনে সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে প্রশ্নের উত্তর দেননি। আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, নবীজাদার মৃত্যুতে তিনি শোকাহত এবং তার আশা, অপরাধীদের শাস্তি হবে। তিনি নিহত নবীজাদাকে ‘জনগণের প্রতিনিধি এবং সেবক’ হিসাবে উল্লেখ করেন। নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারী গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন। সাবেক সংসদ সদস্য মরিয়ম সোলাইমানখিল টুইটারে বলেছেন, নবীজাদা ছিলেন ‘আফগানিস্তানের জন্য নির্ভীক চ্যাম্পিয়ন। একজন সত্যিকারের পথনির্দেশক – শক্তিশালী, স্পষ্টভাষী নারী যিনি বিপদের মুখেও নিজে যা বিশ্বাস করেছিলেন তার পক্ষেই দাঁড়িয়েছিলেন। সোলাইমানখিল আরও বলেছেন, ‘আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও, তিনি তার জনগণের জন্য থাকার এবং লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’ Share this:FacebookX Related posts: ভারতের সেই কুখ্যাত সন্ত্রাসীকে ‘গুলি করে হত্যা’ আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫ আফগানিস্তানে গাড়ি বোমা হামলা, নিহত ১৭ আফগানিস্তানে মাদরাসায় হামলা, ইমামসহ ১১ শিশু নিহত আফগানিস্তানে নারী চিকিৎসককে হত্যা মিয়ানমারে আরও ৮ বিক্ষোভকারীকে গুলি করে হত্যা আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ২৩ আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ মেক্সিকোয় মেয়রসহ ১৮ জনকে গুলি করে হত্যা চীনে ‘ছড়িয়ে পড়েছে রহস্যজনক’ ভাইরাস, আক্রান্ত ৪৪ পুলিশের ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড পোল্যান্ড সীমান্তে ন্যাটোর অস্ত্রের ডিপো ধ্বংসের দাবি রাশিয়ার SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আফগানিস্তানেগুলি করে হত্যানিজ বাড়িতেসাবেক এমপিকে