জয়পুরহাটে নকল বিষ্ণুমূর্তিসহ গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক ; জয়পুরহাট সদর উপজেলার বাণিয়াপাড়া এলাকা থেকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে নকল বিষ্ণুমূর্তিসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া তিন প্রতারক হচ্ছেন প্রতারনা চক্রের মূলহোতা কালাই আকন্দপাড়ার মফিজুল প্রামানিকের ছেলে মো. আব্দুল আলীম (৩২), কালাই পূর্বপাড়ার আলতাব আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (৪৪) ও ক্ষেতলাল উপজেলার ভাসিলা গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মেহেদী হাসান (৩২)। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফা জামান জানান, গোপন সংবাদে খবর পেয়ে র্যাব জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ কেজি ওজনের নকল একটি বিষ্ণুমূর্তিসহ ওই তিন প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, মোবাইল সেট ৪টি ও নগদ এক হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত মো. আব্দুল আলিম সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের মূলহোতা এবং অন্য দুজন সেই চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টি পাথরের নকল বিষ্ণুমূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত বলে জানান স্কোয়াড কমান্ডার মাসুদ রানা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: জয়পুরহাটে কাবিখার ৫০ মেট্রিক টন গম আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে জুয়াড়ীসহ আটক ১০ জয়পুরহাটে ৪৮ ঘণ্টর মধ্যে ক্লু-লেস খুনের রহস্য উদঘাটন জয়পুরহাটে ৯ মাদকসেবী আটক জয়পুরহাটে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ১৩ লাখ টাকা উদ্ধার জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিওসহ গ্রেপ্তার-৬ জয়পুরহাটে চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে ৩ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ SHARES Matched Content অপরাধ বিষয়: গ্রেফতার ৩জয়পুরহাটেনকল বিষ্ণুমূর্তিসহ