দেড় যুগ ধরে তালাবদ্ধ নবীনগরের কেন্দ্রীয় গণগ্রন্থাগার

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রধান কেন্দ্রীয় গণগ্রন্থাগারটি দেড় যুগ ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে।

এই গণগ্রন্থাগারটি সরকারি খরচে বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে। সুধী সমাজের বিভিন্নজনের নিকট থেকে লক্ষ লক্ষ টাকার চাঁদা তুলে বই কেনাসহ কমিটি করা হলেও গ্রন্থাগারটি প্রতিদিন খোলার কোন উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় অনেক পাঠক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গণগ্রন্থাগারটি মানুষের জ্ঞান চর্চার বড় মাধ্যম হতে পারতো। এখানে অনেক ভালোমানের বই রয়েছে। দিনের পর দিন বন্ধ রেখে হয়তো উইপোকার দখলে চলে গেছে ওই মহামূল্যবান বইগুলো।

স্থানীয়রা জানান, গ্রন্থাগারে বই কেনার কথা বলে আমাদের অনেকের নিকট থেকে বিভিন্ন সময় চাঁদা তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় উপজেলা প্রশাসন সরকারি খরচে গ্রন্থাগারটি সংস্কারও করেছেন। বিভিন্ন মেয়াদে গ্রন্থাগারের কমিটিও করা হয়েছে। কিন্তু এরপরও আলোর মুখ দেখেনি এই গণগ্রন্থাগারটি। দেখতে দেখতে প্রায় দেড় যুগ পার হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, এই গণগ্রন্থাগারটি নিয়ে উপজেলা আইন-শৃংখলা সভায় কথা হয়েছে। গ্রন্থাগারটি অচিরেই নিয়মিত খোলার ব্যবস্থা গ্রহণ করা হবে।