‘পদ্মা সেতু বাংলাদেশের গর্ব ও অহংকার’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২ স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ সেতু বাংলাদেশের গর্ব ও অহংকার।বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।এসময় তিনি দেশের বন্যা পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি বলেন, হাজার হাজার মানুষের শ্রমে আজ পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও জামার্নিসহ আরও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল। সরকারপ্রধান আরও বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু হয়েছে। এ জন্য আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমার পাশে ছিলেন। তাদের সহযোগিতার জন্য আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এসময় প্রধানমন্ত্রী জানান পদ্মা সেতু নির্মাণে গুনগত মানে কোনো আপস করা হয়নি। তিনি বলেন, এই সেতু নির্মাণ হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম। সর্বোচ্চ ১২২ মিটার গভীর পর্যন্ত এর পাইল বসানো হয়েছে। Share this:FacebookX Related posts: পদ্মা সেতুর ৩ কিলোমিটারের বেশি দৃশ্যমান দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার বাংলাদেশের ফ্লাইটকে ভাইরাসবাহী বোমার সঙ্গে তুলনা বাংলাদেশের একজন মানুষও না খেয়ে থাকবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ফেসবুককে বাংলাদেশের আইন মানতে হবে’ তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে মোদির সফর: বাংলাদেশের উদ্বেগকে কতটা গুরুত্ব দিচ্ছে ভারত? পদ্মা সেতু উদ্বোধনের দিনই চালু হবে রেলসেতু: সুজন বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাসে হাইড্রেটের সন্ধান পদ্মা সেতু উদ্বোধনের দিনে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী পদ্মা সেতু এলাকায় জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর বন্যার সময় সহজ যোগাযোগের জন্য পদ্মা সেতু আশীর্বাদ হবে: প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: গর্ব ও অহংকার’পদ্মা সেতুবাংলাদেশের