ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বুধবার দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী নিমতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম (৬০) বিরামপুর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

জানা যায়, সকালে হালখাতা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্ত্রী ও নাতনিকে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীতে আসেন। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে দিনাজপুর থেকে আসা মালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সহিদুল ইসলাম মারা যান। তার স্ত্রী ও নাতনি আহত হন।

ফুলবাড়ী থানার অফিসার ইন-চার্জ মো. আশ্রাফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।