দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে স্প্যানটি বসানো হয়। সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান এটি। জাজিরা প্রান্তে এক সাথে যখন ১০টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে মাত্র ১টি স্প্যান বসেছিলো। এখানকার ৬ ও ৭ নম্বর পিলারের ওপরের স্প্যানটি অস্থায়ীভাবে বসানো ছিলো বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। এবার এ প্রান্তে দ্বিতীয় স্প্যান বসানো হলো। মাওয়া প্রান্তে কাজ পিছিয়ে থাকার মূল কারণ ছিলো পিলারের নকশায় জটিলতা। এখানকার ১৪টি স্থানে নদীর তলদেশের মাটির গঠনগত কারণে নকশা সংশোধন করে পিলার বানাতে হয়। সে পিলারগুলো এখন পুরো প্রস্তুত। এর আগে এই মাসের ১৪ জানুয়ারি জাজিরা প্রান্তে ৩২ এবং ৩৩ নম্বর পিলারের ওপর ২১তম স্প্যানটি বসানো হয়েছিলো। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি । প্রতিটি পিলারের রাখা হয়েছিল ছয়টি পাইল। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়। দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। তাছাড়া, এ বছরের জুলাই মাস নাগাদ সকল স্প্যান বসানো শেষ হয়ে যাবে এবং আগামী বছরের জুলাই মাস নাগাদ পদ্মা সেতুর ওপর দিয়ে যান চলাচল করবে বলে জানানো হয়। একই সাথে বেশিরভাগ পিলার প্রস্তুত হওয়ার ফলে চলতি বছর প্রতি মাসে তিনটি করে স্প্যান বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ পদ্মা সেতুর ৩ কিলোমিটারের বেশি দৃশ্যমান অপহরণ করে মুক্তিপণ আদায়, ডিবির ৬ সদস্য সাসপেন্ড সড়ক বন্ধে ভোগান্তিতে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সরবরাহকারীরা কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার সরকারি চাকরিতে অষ্টম গ্রেড বা ওপরের পদেও কোটা থাকবে না রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার শরীয়তপুরে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে ৩শ’ হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পারিবারিক কলহের জের ধরে ৩ জনকে হত্যা ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয় SHARES Matched Content জাতীয় বিষয়: ৩ হাজার ৩০০ মিটারদৃশ্যমানপদ্মা সেতু