ঈদে গ্রামের বাড়ি যেতে দেওয়া হবে না : বেনজীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ অনলাইন ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। রোববার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন বেনজীর আহমেদ। এ সময় জনগণের সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা অনুসরণ এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীও জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।’ এ সময় শপিংমল ও মার্কেট যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয়, সেটি নিশ্চিত করতেও পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন আইজিপি। সকল ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতেও নির্দেশনা দেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও কল্যাণের জন্য সম্ভবপর সকল উদ্যোগের কথাও ভিডিও কনফারেন্সে উল্লেখ করেন বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের নির্দেশনায় একটি স্ট্যান্ডিং অপারেটিং প্রসেডিওর (এসওপি) সকল পুলিশের সব ইউনিটে পাঠানো হয়েছে।’ নির্দেশনাটি যথাযথভাবে পালনের নির্দেশ দেন আইজিপি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশের কাজের অধিকতর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ পুলিশকে বর্তমানের মতো করে, সবসময় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি। Share this:FacebookX Related posts: শহীদ মিনারে র্যাবের ৩ স্তরে নিরাপত্তা থাকবে: বেনজীর ঈদে শহরে–গ্রামে কোথাও কেউ ফুর্তি করতে বের হবেন না : বেনজীর আহমেদ ঈদে শিল্প-কারখানার ছুটিও তিনদিন ঈদে অসহায়রা যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি রাজধানীতে কোনো ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্র নেই: স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আরও ৪৪ মৃত্যু , শনাক্ত ৩২০১ অতিরিক্ত সচিব হলেন ৯৭ কর্মকর্তা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে অধিকতর সহযোগিতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ চিরনিদ্রায় শায়িত হলেন মাহবুবে আলম নারীনেত্রী আয়েশা খানম আর নেই আওয়ামী লীগ সবসময়ই দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ চায় বাণিজ্য মন্ত্রণালয় SHARES Matched Content জাতীয় বিষয়: ঈদেগ্রামের বাড়িবেনজীরযেতে দেওয়া হবে না