‘করোনা পরীক্ষা করবে আরও ১১ প্রতিষ্ঠান’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরও ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হবে। এ নিয়ে মোট পরীক্ষাগার হবে ২৮টি। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে বর্তমানে করোনা শনাক্তের পরীক্ষা চলছে। এই পরীক্ষা আরও প্রসারিত করার জন্য আর ১১টি প্রতিষ্ঠান ৭ থেকে ১০ দিনের মধ্যে কাজ শুরু করবে। এর মধ্যে ঢাকায় ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব প্রস্তাত হচ্ছে। নাসিমা সুলতানা বলেন, ‘ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আর ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট, তাছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে। এই ১১টি প্রতিষ্ঠানে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করতে পারব।’ দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। Share this:FacebookX Related posts: করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী করোনা সতর্কতায় ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪ বার্তা এপ্রিলে ধাক্কা দিতে পারে করোনা: প্রধানমন্ত্রী করোনা সংক্রমণে চলতি মাস খুবই ঝুঁকিপূর্ণ : স্বাস্থ্যমন্ত্রী করোনা পরীক্ষা শুরু করেছে বিএলআরআই করোনা পরীক্ষা করতে পারবে ঢাকার তিন বেসরকারি হাসপাতাল করোনা পরীক্ষার ফি ২০০ টাকা করোনা : আর নয় বুলেটিন কাল থেকে প্রেস বিজ্ঞপ্তি করোনা আক্রান্ত ৫৬৯ জন SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ১১ প্রতিষ্ঠান'করোনাপরীক্ষা করবে