ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল কাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ফলাফল প্রত্যাখ্যান করে আগামীকাল রোববার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা শহরে হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতের না দেওয়া, প্রার্থীদের ওপর হামলা, ইএভিএম মেশিনের সমস্যাসহ একাধিক অভিযোগ তোলে নির্বাচনের ফলাফল বাতিল ও ইসির পদত্যাগ চেয়ে আগামীকাল রোববার ঢাকায় হরতালের ডাক দেয়। সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি। এসময় উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। এদিকে, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। Share this:FacebookX Related posts: ঢাকা দক্ষিণে সাত মেয়র প্রার্থীই বৈধ ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেট যাওয়ার নতুন রুটের প্রকল্প অনুমোদন ঢাকা ত্যাগে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করল মার্কিন দূতাবাস ঢাকা ছাড়লেন ৩২৭ জাপানি ঢাকা ছাড়লেন ১২৩ জার্মান নাগরিক ঢাকা-সিলেট-চট্টগ্রামসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে ভোট কাল ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার হাসিনা-মোদির ১৭ ডিসেম্বরের বৈঠকে দুদেশর প্রধান ইস্যুগুলো উত্থাপন করবে ঢাকা মালির উদ্দেশে ১১০ বিমান বাহিনীর সদস্যের ঢাকা ত্যাগ শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা SHARES Matched Content জাতীয় বিষয়: ঢাকাসকাল সন্ধ্যাহরতাল