চার ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২২ অনলাইন ডেস্ক : চার ঘণ্টা পর সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পৌনে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশে শ্রীমঙ্গল ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেনের যাত্রীদের। চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় ছেড়ে আসা এই পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ২টায় এসে পৌঁছায় শ্রীমঙ্গল রেলস্টেশনে। এ সময় যাত্রীদের এদিক-সেদিক ঘোরাফেরা করে অশান্তির মধ্যে সময় পার করতে দেখা গেছে। শনিবার (১১ জুন) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রেনটি শমসেরনগর রেলস্টেশন ছেড়ে দেড় কি.মি. সামনে শমশেরনগর বিমান ঘাঁটি এলাকায় পৌঁছার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় চার ঘণ্টা অচল ছিল সিলেট রুটের ট্রেন চলাচল। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সিলেট অভিমুখী পারাবত ট্রেনে আগুন লাগার ঘটনায় দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে কয়েকটি ট্রেন। এরমধ্যে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়ার লংলা রেলওয়ে স্টেশনে, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস হবিগঞ্জের মনতলা রেলওয়ে স্টেশনে এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দীর্ঘ সময় ধরে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পারাবত ট্রেনটির আগুন নিভিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল-কমলগঞ্জের তিনটি ইউনিট এবং শমশেরনগর বিমান বাহিনীর স্টেশনের একটি ইউনিটসহ চার ইউনিটের দীর্ঘ সময়ের যৌথ প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। চার ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ। Share this:FacebookX Related posts: সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মুজিববর্ষে মুক্তিযোদ্ধাদের ১৪ হাজার বাড়ি উপহার দেয়া হবে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসকে সিনহাকে মাজায় দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মুজিববর্ষে ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক: আইজিপি সিলেট ৪.১ মাত্রার ভূমিকম্প শিক্ষার্থীদের নোট ও গাইড বই কিনতে বাধ্য না করার আহ্বান শিক্ষামন্ত্রীর চট্টগ্রাম-সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: ইনচার্জসহ চার পুলিশ বরখাস্ত, প্রত্যাহার ৩ শান্তির দেশে কেউ অশান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা-র্যাব ডিজি কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে মৌলভীবাজারের ১৫ কাউন্সিলর আসামি নিয়ে ফেরার পথে এসআই নিহত SHARES Matched Content জাতীয় বিষয়: চার ঘণ্টা পরট্রেন চলাচল স্বাভাবিকসিলেট রুটে