পঞ্চগড়ে রাস্তায় সন্তান জন্ম দিলেন এক নারী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২২ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে রাস্তায় সেলিনা আক্তার (২৫) নামে এক নারী ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ৪ জুন (শনিবার) সকাল ১০টা দিকে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকার অগ্রণী ব্যাংকের সামনের রাস্তার পাশে ওই নারী ছেলে সন্তানের জন্ম দেন। জানা যায়, সেলিনা আক্তার একজন মানসিক ভারসাম্যহীন। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যানচালক রইসুউদ্দীনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, সেলিনা অন্তঃসত্তা হওয়ার পর স্বামীর বাড়ি থেকে এদিক-সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্ত্বার কারণে তাকে বাবার বাড়িতে রাখা হয়। আজ শনিবার বাবার বাড়ির কাউকে কোনো কিছু না বলেই সকালে বাড়ি থেকে হেঁটে বেরিয়ে পড়েন। প্রসব ব্যথা শুরু হলে রাস্তার পাশেই বালুর স্তূপে সন্তান প্রসব করেন। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে শিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসেন। সেলিনার স্বামী ভ্যানচালক রইসুউদ্দীন বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় তাকে বাবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রাখা হয়। আজ বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লে রাস্তায় সন্তান প্রসব করে। লোকের কাছে জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জক বলেন, ‘সদ্য জন্ম নেয়া শিশুটির নাকে ও মুখে বালু ছিল। হাসপাতালে আনার পর সব ময়লা পরিষ্কার করে নবজাতকসহ মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে।’ Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে রাস্তায় চা পাতা ফেলে প্রতিবাদ ও মানববন্ধন পঞ্চগড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ বাজার করতে গিয়ে পঞ্চগড়ে স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত পঞ্চগড়ে ৬ গার্মেন্টস কর্মীর দেহে করোনা শনাক্ত পঞ্চগড়ে যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন পঞ্চগড়ে মাল্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা পঞ্চগড়ে আব্দুর রহিমের লেখা ৩টি বইয়ের মোড়ক উন্মোচন পঞ্চগড়ে প্রাণোচ্ছ্বাস ডুসাপ অক্সিজেন ব্যাংক এর শুভ উদ্বোধন পঞ্চগড়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ ১ জন আটক পঞ্চগড়ে উচ্চ বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করলেন রেলপথ মন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: এক নারীপঞ্চগড়েরাস্তায়সন্তান জন্ম দিলেন