পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করলেন রেলপথ মন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রেলপথ মন্ত্রী।
এ সময় পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, বোদা পৌর মেয়র এ্যাডঃ ওহায়েদুজ্জামান সুজা প্রমুখ উপস্থিত ছিলেন।