‘সন্তান বড় হওয়ার পেছনে মায়েদের অবদান অনেক বেশি’

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : আ’লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ‘সন্তানদের প্রতি মায়েদের বেশি সচেতন হতে হবে। কারণ সন্তান বড় হওয়ার পেছনে মায়েদের অবদান অনেক বেশি।’

সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘সন্তানদের নিয়ে মায়েদের চিন্তা অনেক থাকতে হবে। আমরা যা হতে পারিনি বা করতে পারিনি, আমাদের সন্তানরা করবে। কন্যা সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার আগে তাদের অল্প বয়সে বিয়ে দিবেন না। তাছাড়া সন্তানদের অতিরিক্ত আদর করলে তারা বিপদগামী হয়।’

তিনি বলেন, ‘আমার বাবা শহীদ ময়েজউদ্দিন আহমেদ জীবদ্দশায় মেয়েদের জন্য অনেক কাজ করে গেছেন। তার মেয়ে হয়ে দীর্ঘদিন ধরে আমি নারীদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। নারীদের কষ্ট কী? তা আমি জানি। নারীদের কষ্ট লাঘব করার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।’

উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকল্পে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসসাদিকজামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।