সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ভারতকে দীপু মনির আহ্বান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ২২, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক সমাবেশে দেওয়া ভাষণে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীপু মনি বলেন, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় আচার পালনের স্বাধীনতার বিষয়ে সংবিধানের বিধানসমূহের নিরপেক্ষ প্রয়োগ শান্তি ও স্থায়িত্ব নিশ্চিত করবে। ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা আমাদের সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএস-এর ঘনিষ্ঠ থিঙ্ক-ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস কনক্লেভ এ ‘ইন্ডিয়া@২০৪৭’ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন দীপু মনি। বৈশ্বিক শক্তিগুলোর একটি অন্যতম সম্মানিত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে হলে ভারতকে সংবিধানে উল্লেখিত দেশটির প্রতিষ্ঠাতাদের স্বপ্নগুলোকে উপলব্ধি করতে হবে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, মৌলিক অধিকারের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে নাগরিকদের, বিশেষ করে তফসিলি জাতি-উপজাতি, ওবিসি (অন্যান্য পশ্চাৎপদ শ্রেণি) এবং সমাজের সকল স্তরের নারীদের সম্ভাবনার দ্বার উন্মোচনের ক্ষেত্র তৈরি করতে পারবে ভারত। বিভিন্ন স্তরে ভারত এবং বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উপায়গুলোর ওপর জোর দেওয়ার কথাও বলেন তিনি। দীপু মনি বলেন, ভারত বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিবেশী দেশগুলোর নেতৃত্ব দিতে পারে। এ জন্য অভ্যন্তরীণ শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সামাজিক স্তরবিন্যাস কেবল দুর্বল অংশগুলোকেই বঞ্চিত করবে না বরং বিভাজনকারী নীতি এবং পদ্ধতিরও জন্ম দেবে। তাদের মর্যাদা পুনরুদ্ধার করা এবং শোষণ থেকে রক্ষার মাধ্যমে সমাজে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে ভারতে এবং অগ্রগতির সমান অংশীদার হতে পারবে তারা। Share this:FacebookX Related posts: এবার ভারতকে পানি দেয়া বন্ধ করল ভুটান একটি ধর্ষণের ঘটনা প্রভাব ফেলে বিশ্বের সব নারীর ওপর জাপানের তৈরি একটি ওষুধ করোনাভাইরাস নিরাময়ে পুরোপুরি কার্যকর করোনার চিকিৎসায় রাশিয়ার ৬ ওষুধ আবিষ্কার, চলছে পরীক্ষা করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮৮৮৪ জন সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা প্রথমবারের মতো বিদেশীদের নাগরিকত্ব দেবে সংযুক্ত আরব আমিরাত মিয়ানমারের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা সুচির ২৪ মন্ত্রী বরখাস্ত করেছে সেনাবাহিনী ভারতে করোনায় আক্রান্তের সঙ্গে কমেছে মৃত্যুর সংখ্যা বিপর্যস্ত ভারতে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস, ৯০ জনের মৃত্যু পশ্চিমবঙ্গে বিধিনিষেধ বাড়লো আরো ১৬ দিন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: দীপু মনির আহ্বানভারতকেসংখ্যালঘুদেরসুরক্ষা দিতে