মে থেকে শুরু হবে আম পাড়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ১১, ২০২২ নিজস্ব প্রতিবেদক : ৫ মে থেকে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করেছে কৃষি অধিদপ্তর। এ সময় সাতক্ষীরায় গোপালভোগ, বোম্বাই, লতা ও গোবিন্দভোগ জাতের আম পাড়া যাবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম। উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিপুল পরিমাণ আম উৎপাদিত হয়। এবারও সেখানে আমের ভালো ফলন হয়েছে। নুরুল ইসলাম বলেন, ১৬ মে থেকে হিমসাগর, ২৪ মে থেকে ল্যাংড়া এবং ১ জুন থেকে আম্রপালি জাতের আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২৫ মে থেকে গুটি বা স্থানীয় আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। গোপালভোগ ৩০ মে, ক্ষীরসাপাত ও হিমসাগর ৫ জুন, নাগফজলি ৮ জুন, ল্যাংড়া ও হাঁড়িভাঙা ১২ জুন, ফজলি ২২ জুন, আম্রপালি ২৫ জুন, আশ্বিনা ও বারি আগামী ৪ জুলাই এবং গৌড়মতি ১০ জুলাই থেকে পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ কে এম মঞ্জুরে মাওলা বলেন, ইতিমধ্যে আম সংগ্রহের নির্ধারিত সময়ের তালিকা মাঠপর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এবার আম সংগ্রহের কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সময় বেঁধে দিলে অনেক ক্ষেত্রে অপরিপক্ব আমও পাড়া হয়। তবে ২০ মের মধ্যে গোপালভোগ, তার ৭ দিন পর ক্ষীরসাপাত, জুনের শুরুতে ফজলি এবং জুনের মাঝামাঝি আম্রপালি পাড়া যেতে পারে। রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগামীকাল আম সংগ্রহের সময় নির্ধারণ করবে। এ তথ্য জানান অধিদপ্তরের উপপরিচালক মো. মোজদার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে স্থানীয় বৈশাখী জাতের আম পাকতে শুরু করেছে। এই আম দ্রুত পাড়ার নির্দেশ দেওয়া হবে। ২০ বা ২১ মে থেকে গোপালভোগ পাড়ার সময় নির্ধারণ করা হতে পারে। Share this:FacebookX Related posts: শীত বাড়িয়েছে উত্তরের বাতাস নওগাঁয় বিএসএফের গুলিতে ৩বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা বিশ্বে প্রশংসিত-আইজিপি রাজশাহীতে হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ পুলিশের কল্যাণে দেড় বিঘা জমি দান করলেন সাবেক আইজিপি আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য আটক মোদির নিরাপত্তায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী ১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনা পরীক্ষা কালভার্ট আছে নেই রাস্তা, জনদুর্ভোগ চরমে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে সরকার : পলক পুঠিয়ায় বিএনপির প্রার্থী আল মামুন বিজয়ী SHARES Matched Content জাতীয় বিষয়: আম পাড়ামে থেকেশুরু হবে