আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্য আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ নিউজ ডেস্ক : পাবনা থেকে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র ইসলামী জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-২। এসময় উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, উগ্র জঙ্গীবাদ ছড়ানো বই ও ভিডিও সামগ্রী উদ্ধার করা হয়। শুক্রবার রাত থেকে শনিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে পাবনা সদর থানাধীন চরঘোষপুর হতে সাকিব আল ইমতিহান (২১) ও পাবনা শহরের নিউমার্কেট সংলগ্ন দিলালপুর হতে নাজমুস সাদাত ফাহিমকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়,চলতি বছরের ৩০ জানুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ ও সিলেট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আত্মঘাতী ৪ সদস্যকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। সে সূত্র ধরেই র্যাব-২ অনুসন্ধান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে র্যাব-২। র্যাব আরও জানায়, আটককৃত সাকিব আল ইমতিহান ও নাজমুস সাদাত ফাহিম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম এর সাথে সরাসরি যুক্ত।ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছিল। তার বড় ধরণের নাশকতার পরিকল্পনা আঁটছিলো। আসামিদের মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার মামলা নং-৬৬ তারিখ-৩০/০১/২০২০ ইং, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী /২০১৩) এর ৬ এর (২)/৮/৯/১০/১২/১৩ আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী হওয়ায় তাদের বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে। Share this:FacebookX Related posts: শীত বাড়িয়েছে উত্তরের বাতাস নওগাঁয় বিএসএফের গুলিতে ৩বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা বিশ্বে প্রশংসিত-আইজিপি রাজশাহীতে হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ পুলিশের কল্যাণে দেড় বিঘা জমি দান করলেন সাবেক আইজিপি মোদির নিরাপত্তায় সশস্ত্র বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী ১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনা পরীক্ষা রাজশাহীতে আনসার সদস্যকে পেটালো আ.লীগ নেতা কালভার্ট আছে নেই রাস্তা, জনদুর্ভোগ চরমে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা ইউএনওদের নিরাপত্তায় বাসভবনে থাকবেন আনসার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করেছে সরকার : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: আনসারআল ইসলামেরদুই সক্রিয় সদস্য আটক