১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনা পরীক্ষা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : আগামী ১ এপ্রিল থেকে রাজশাহীতে করোনা ভাইরাস শনাক্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ভাইরাস শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ল্যাব প্রস্তুত করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে ল্যাব প্রস্তুত কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, গত শুক্রবার থেকে করোনা ভাইরাস শনাক্তে ল্যাব প্রস্তুত কাজ শুরু হয়েছে। আজকের (রোববার) মধ্যে পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হবে। এরপর পিসিআর মেশিন পরিচালনার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ আসবেন। আমরা আশা করছি আগামী ১ এপ্রিল থেকে রাজশাহী করোনা ভাইরাস শনাক্ত কার্যক্রম শুরু হবে।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, মেডিকেল কলেজের ভাইরোলজী বিভাগের চারটি কক্ষ নিয়ে টেস্ট ল্যাবটি প্রস্তুত করা হচ্ছে। এ সপ্তাহের শেষের দিকে উদ্বোধন করা হবে। এটি হলে রাজশাহী বিভাগের সন্দেহভাজন রোগীদের করোনা টেস্ট হবে এখানেই।

এছাড়া রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ।