রাজশাহীতে হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নির্মিত হচ্ছে ১১টি আধুনিক মডেল মসজিদ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলেছে। এর ১১টি নির্মিত হবে রাজশাহী জেলায়। যার মধ্যে উপজেলা পর্যায়ে ৯টি ও মহানগরীতে ২টি, এই ১১টি মসজিদের জন্য প্রাক্কলিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় দেড় শ’ কোটি টাকা। খোজ নিয়ে জানা যায়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২৬ জুন তারিখ একনেক সভায় অনুমোদন হয় এবং ২০১৭ হতে ২০২০ সালের এপ্রিল মেয়াদে বাস্তবায়নের জন্য ৮৭২২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়। উক্ত প্রকল্পের অধীন রাজশাহীতে যে ১১টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে এর মধ্যে রয়েছে মহানগরীর হেতম খান বড় মসজিদ এবং উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ। এ দুটি মসজিদের ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩১ কোটি ২৩ লাখ ৬২ হাজার টাকা। এর মধ্যে হেতম খান মসজিদের জন্য ১৫ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা এবং উপশহর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য ১৫ কোটি ৬১ লাখ ৮১ হাজার টাকা। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে রাজশাহী উপশহর কেন্দ্রীয় মডেল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। মসজিদটির জন্য ৪ তলা ভবন নির্মিত হবে বলে জানানো হয়েছে। একই সাথে নগরীর আরেকটি মডেল মসজিদ হবে হেতম খান বড় মসজিদ। সেটাও ৪ তলা ভবনবিশিষ্ট হবে তারা জানান। এদিকে রাজশাহী উপজেলা পর্যায়ের মডেল মসজিদগুলোর মধ্যে চারঘাট উপজেলা মডেল মসজিদের জন্য ১৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার, বাঘা ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার. পবা উপজেলা মসজিদের জন্য ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার, গোদাগাড়ী, তানোর, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা উপজেলা মডেল মসজিদের জন্য সমপরিমাণ প্রাক্কলিত ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। এসব মডেল মসজিদ প্রতিষ্ঠার দায়িত্ব ইসলামি ফাউন্ডেশনের এবং বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদফতর রাজশাহী। উপজেলা পর্যায়ের সকল মডেল মসজিদ হবে ৩ তলা বিশিষ্ট। ইতোমধ্যে অনেক উপজেলাতেও মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। ২০১৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সচিবালয় ঢাকা-এর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রকল্প পরিচালকের উপস্থিতিতে অন্যান্য কর্মকর্তাদের এক সভায় প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ অক্টোবর ২০১৯ পর্যন্ত ৫২৫টি স্থানে ডিজিটাল সার্ভে, ৫২৩ টি স্থানের মৃত্তিকা পরীক্ষা, ৫০৫টি স্থানে দরপত্র আহবান, ৪৮২টি স্থানে কার্যাদেশ প্রদান, ৩১০টি স্থানের নির্মাণ কাজ শুরু এবং অধিগ্রহণযোগ্য ১৫৭ স্থানের মধ্যে ২২টি জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় মডেল মসজিদ নির্মাণের নিমিত্তে ইসলামিক ফাউন্ডেশনের নামে অধিগ্রহণকৃত স্থানে স্থাপনা ও গাছপালা অপসারণের দায়িত্ব পালন করবে। এসম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক হারেজ আহমেদ বলেন, অতীতে কোন সরকারই মসজিদ মাদ্রাসার উন্নয়নে কোন উদ্যোগ গ্রহণ করেনি। ফলে মুসল্লিগণ সমস্যার মধ্যদিয়েই ধর্মীয় আচার অনুষ্ঠানাদি পালন করে এসেছেন। তাই মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায়সহ ইসলামী সাংস্কৃতির বিকাশে কাজ করতে পারে সে জন্য এই উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। সারাদেশে এক সঙ্গে সকল মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হলে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে এক যুগান্তকারী পরিবর্তন আসবে। Share this:FacebookX Related posts: আমাদের সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত রোগী বহনে বিশেষ হেলিকপ্টার নতুন আইজিপি বেনজীর আহমেদ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন কে কি লিখল তা নিয়ে মাথা ঘামাবেন না: জনপ্রশাসনকে প্রধানমন্ত্রী কাপ্তাইয়ের পর রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, বিপাকে মৎস্যজীবীরা করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত বই উৎসবের উদ্বোধন সকালে করোনায় আক্রান্ত ১০১৪ জন দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না : পলক SHARES Matched Content জাতীয় বিষয়: ১১টি আধুনিক মডেল মসজিদরাজশাহীতে হচ্ছে