ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মে ১০, ২০২২ অনলাইন ডেস্ক ; ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফের্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র। সোমবারের ভোটে মার্কোস পেয়েছেন ৬০ শতাংশ ভোট। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিলে এলো দেশটিতে। ৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র ফিলিপাইনের সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। সোমবার ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর আগে লাখ লাখ মানুষ কেন্দ্রে হাজির হন তাদের পছন্দের নেতাকে বেছে নিতে। এবার রেকর্ড পরিমাণে ছয় কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন। সোমবারের এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ১২ সিনেটর, নিম্নকক্ষের ৩০০ জন সদস্য এবং মেয়র, গভর্নরসহ ১৮ হাজার কর্মকর্তা নির্বাচিত হচ্ছেন। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সিনেটর ছাড়া বাকীরা তিন বছরের জন্য নির্বাচিত হবেন। মার্কোসের নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভাইস প্রেসিডেন্ট লেনি রেব্রেদো পেয়েছেন ২৮ শতাংশের মতো ভোট। ২০১৬ সালেও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে মার্কোস জুনিয়রকে হারান তিনি। বেসরকারি ভাবে ফলাফল হাতে পাওয়ার পর মার্কোস তার সদর দফতর থেকে এক ভিডিও বার্তায় বিজয় ঘোষণা না করেই সমর্থক ও গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। সূত্র, নিক্কেই এশিয়া। Share this:FacebookX Related posts: ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ৪১ জনের প্রাণহানি মালয়েশিয়ায় ‘বহু বাংলাদেশি টাকার অভাবে টিকিট করতে পারেনি’ প্রতিশোধ না নিতে ইরানকে যেসব প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন হংকংয়ে বিরোধী এমপিদের বহিষ্কার করে চুক্তি ভেঙেছে চীন: যুক্তরাজ্য ভোট পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতছেন বাইডেন, বিজয় সুনিশ্চিত ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন ইসলামিক স্টেটের নতুন টার্গেট আফ্রিকা! দিল্লিতে ১৮ বছরের উপরের সবার জন্য টিকা ভারতের করোনা পরিস্থিতি হৃদয় বিদারক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জুন পর্যন্ত কোনও ভ্যাকসিন রফতানি নয় : ভারত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: নতুন প্রেসিডেন্টফিলিপাইনেরমার্কোস জুনিয়র