ভারতে উৎপাদন হবে রাশিয়ার ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার তৈরি করোনার ’৯২ শতাংশ কার্যকর’ ভ্যাকসিনের ১০ কোটি ডোজ উৎপাদন করবে ভারতের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হেটেরো। শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। স্পুটনিক-৫ ভ্যাকসিনের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি জানিয়ে বলা হয়, রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ও হেটেরো ২০২১ সালের শুরুতে এসব ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করছে। আরডিআইএফ বিবৃতিতে বলেছে, ‘ভারতের নেতৃস্থানীয় জেনেরিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেটেরো ভারতে প্রতি বছর বিশ্বের প্রথম করোনাভাইরাসের নিবন্ধিত ভ্যাকসিনের দশ কোটি ডোজ উৎপাদনে রাজি হয়েছে। টুইটারে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন উৎপাদনের পর তা বিশ্ব বাজারে সরবরাহের লক্ষ্যে কাজ করছে আরডিআইএফ ও হেটেরো। এখন ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল চলছে। আগস্টে রাশিয়া প্রথম ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিনের অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন পাওয়া প্রথম করোনা ভ্যাকসিন। অক্টোবরে ‘এপিভ্যাককরোনা’ নামে দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া। উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে, মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও মডার্নার চেয়ে রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-৫’ করোনা ভ্যাকসিনের প্রতি ডোজের দাম অনেক কম পড়বে। Related posts: যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া জনগণের জন্য করোনার ভ্যাকসিন উন্মুক্ত করল রাশিয়া করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ আশা জাগানো করোনার ভ্যাকসিনগুলো কোন পর্যায়ে আছে ভ্যাকসিনের জরুরি অনুমোদন চেয়ে ফাইজারের আবেদন ডিসেম্বরেই প্রথম ভ্যাকসিন পেতে পারেন আমেরিকানরা করোনার ১৪টি ভ্যাকসিন শনাক্ত করেছে হোয়াইট হাউস অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালে স্বেচ্ছাসেবীর মৃত্যু কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বেক্সিমকো করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ জার্মানিতে চিন্তায় বিজ্ঞানীরা, বন্ধ হয়ে যেতে পারে ভ্যাকসিনের পরীক্ষা SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৫উৎপাদনভারতেভ্যাকসিনরাশিয়ার ‘স্পুটনিক-হবে’