করোনা টিকায় ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে সরকার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, মে ৬, ২০২২ স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে, এটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। বৃহস্পতিবার (৫ মে) রাতে কক্সবাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (বাউস) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অনেক মেধাবী, তারা যেভাবে মাইন্ড এপ্লাই করতে পারেন অন্য দেশের চিকিৎসকরা পারেন না। চিকিৎসকরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এদেশে চিকিৎসা নিতে আসবে মানুষ। ইনানীর হোটেল রয়েল টিউলিপ বীচ পার্লের সম্মেলন কক্ষে বাউস সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এবিএম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সানাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ। সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলোজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস। ‘কিডনি দান করুন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ মোট ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলোজি চিকিৎসক এতে অংশ নেবেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনি দানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত ৩ দিনে এ সম্মেলন শেষ হবে ৭ মে। Share this:FacebookX Related posts: ‘করোনা মোকাবেলায় সরকার প্রস্ততি নিয়েছে’ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করবে সরকার এপ্রিল থেকে করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে: খোকন করোনা : ১ কোটি ৭০ লাখ পরিবারকে সাহায্য দেয়ার প্রস্তাব সিপিডির করোনা মোকাবিলায় এক হয়ে লড়তে হবে, বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী দোকান-মার্কেট খুললে করোনা সংক্রমণ বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী চীনা করোনা মেডিকেল টিম আসছে ৮ জুন ১৭০ সাংসদকে করোনা পরীক্ষার নির্দেশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা বৃদ্ধির নির্দেশ পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে শুরু : সিইসি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা নিয়ন্ত্রণে : প্রধানমন্ত্রী করোনা নেগেটিভ হলেন রিজভী SHARES Matched Content জাতীয় বিষয়: ২০ হাজার কোটি টাকাকরোনাটিকায়সরকারসাশ্রয় করেছে