সাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মে ৬, ২০২২ স্টাফ রিপোর্টার : দক্ষিণ আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এখনো কোনো সতর্কতা জারি না করলেও লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর। শুক্রবার (৬ মে) এক বার্তায় এসব বিষয় জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম। শাহীনুল ইসলাম জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের ৬ বিভাগে বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মাঝে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, ৯৪ মিলিমিটার। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Share this:FacebookX Related posts: সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সঙ্কেত কাল থেকে সারাদেশে সেনা মোতায়েন সারাদেশে জামিন পাচ্ছে ৩ হাজার কারাবন্দি সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহনও বন্ধ সপ্তাহজুড়ে সারাদেশে ঝড়ের আশঙ্কা বন্যায় সারাদেশে ৮ জনের প্রাণহানী রাজধানীসহ সারাদেশে টানা বৃষ্টি, জলোচ্ছ্বাসের আশঙ্কা ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন সারাদেশে আরও বাড়াবে তাপমাত্রা রাজধানীসহ সারাদেশে নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত ‘সারাদেশে মোটরচালিত রিকশা-ভ্যান চলবে না’ SHARES Matched Content জাতীয় বিষয়: বৃষ্টির সম্ভাবনালঘুচাপসাগরেসারাদেশে