‘করোনা মোকাবেলায় সরকার প্রস্ততি নিয়েছে’

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর-৩ আসনের এমপি আলহাজ্ব এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার ব্যাপক প্রস্ততি নিয়েছে।’ মঙ্গলবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘ইতিমধ্যে দিনমজুর ও খেটে খাওয়ার মানুষের জন্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, যা অব্যাহত থাকবে।’তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত পক্ষ থেকে লক্ষ্মীপুরে কর্মরত চিকিৎসক, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের দায়িত্ব পালনের সহযোগী হিসেবে ব্যক্তিগত সুরক্ষা পোশাক প্রদান করেছি।’

সংসদ সদস্য বলেন, ‘জনসাধারণের জন্য হ্যান্ডওয়াশ, মাস্কও বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুরে খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও অসহায়দের জন্য খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমার এপিএস বায়েজীদ ভূঁইয়া দিন-রাত মানুষের হাতে এসব সামগ্রী তুলে দিচ্ছেন। আমি আমার সামর্থের মধ্যে যতটুকু সম্ভব লক্ষ্মীপুরের মানুষের জন্য করে যাবো।’

তিনি বলেন, ‘লক্ষ্মীপুরের চিকিৎসকদের জন্য বিভিন্ন উপকরণ সংকট নিরসন ও ত্রাণ সামগ্রী বরাদ্দ বৃদ্ধির জন্য দূর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছি। লক্ষ্মীপুরের মানুষ যেন ঘরের বাইরে না এসে বাড়িতে অবস্থান করেন সেই জন্য সকলের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকল পেশার লোকদের এগিয়ে আসবে এমন প্রত্যাশা করছি।