১৭০ সাংসদকে করোনা পরীক্ষার নির্দেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ অনলাইন ডেস্ক : একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় চলমান বাজেট অধিবেশনের পরের চার কর্মদিবসে যোগ দেবেন এমন ১৭০ জন সংসদ সদস্যকে নমুনা পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। বিষয়টি নিশ্চিত করে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন শনিবার নমুনা দিয়েছেন। বাকিরা রোববার থেকে নমুনা দেবেন।’ তবে এটি বাধ্যতামূলক নয় বলেও জানান তিনি। চিফ হুইপ আরও বলেন, ‘আমার সবার স্বাস্থের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।’ জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ রোববার পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। Share this:FacebookX Related posts: করোনা রোগীর সংস্পর্শে ঢামেকের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াবেন না : তথ্যমন্ত্রী করোনা : বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠকে বসছেন ডিএসসিসি মেয়র করোনা সতর্কতায় ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক ছিটাচ্ছে ডিএনসিসি করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪ বার্তা করোনা মোকাবিলায় এক হয়ে লড়তে হবে, বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী করোনা পরীক্ষার ফি ২০০ টাকা করোনা : আর নয় বুলেটিন কাল থেকে প্রেস বিজ্ঞপ্তি কোয়ারেন্টাইন সেন্টারেই বিদেশ ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা করোনা আক্রান্ত ৫৬৯ জন SHARES Matched Content জাতীয় বিষয়: ১৭০করোনাপরীক্ষার নির্দেশসাংসদকে