১৭০ সাংসদকে করোনা পরীক্ষার নির্দেশ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

অনলাইন ডেস্ক : একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় চলমান বাজেট অধিবেশনের পরের চার কর্মদিবসে যোগ দেবেন এমন ১৭০ জন সংসদ সদস্যকে নমুনা পরীক্ষা করানোর জন্য নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

বিষয়টি নিশ্চিত করে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। তাদের মধ্যে ২০ জন শনিবার নমুনা দিয়েছেন। বাকিরা রোববার থেকে নমুনা দেবেন।’ তবে এটি বাধ্যতামূলক নয় বলেও জানান তিনি।

চিফ হুইপ আরও বলেন, ‘আমার সবার স্বাস্থের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতোমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।’

জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ রোববার পর্যন্ত ১৫ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।