মিয়ানমারকে ১৫ লাখ ডোজ টিকা দিচ্ছে ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ সময় সংবাদ ডেস্কঃমিয়ানমারকে করোনাভাইরাসের কোভিশিল্ড টিকা দিচ্ছে ভারত। দেশটির সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছে শ্রীলঙ্কা, সিচেলিস, আফগানিস্তান ও মরিচাস। দ্যা হিন্দু বিজনেস লাইন জানায়, শুক্রবার কোভিশিল্ডের ১৫ লাখ ডোজ টিকা মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছানোর কথা রয়েছে। গত ডিসেম্বরে মিয়ানমারের স্বাস্থ্য বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারত সফর করেন। তারা করোনা টিকা প্রয়োগ, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রশিক্ষণ এবং স্বাস্থ্যখাতের উন্নয়ন ও গবেষণায় ভারতের সহযোগিতা চান। সূত্র জানায়, মিয়ানমারে ভারতের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মত হয় উভয়পক্ষ। এর আগে মঙ্গলবার ভুটান ও মালদ্বীপকে দেড় লাখ ডোজ করোনা টিকা পাঠায় নয়াদিল্লী। পরে নেপালকে ১০ লাখ এবং বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা পাঠানো হয়। ভারত ১৯-২০ জানুয়ারি বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, বাহরাইন, ব্রাজিল, মাউরিটিয়াস, মরক্কো, ওমান, সিচেলিস ও শ্রীলঙ্কাকে করোনা টিকা ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিয়েছে। মূলত টিকা সংরক্ষণ, কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা, টিকাদান, নিরাপদ টিকা প্রয়োগ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ, অ্যাডভোকেসি, মিডিয়া ও সংকটকালীন পরিস্থিতি মোকাবিলার ওপর ওই প্রশিক্ষণ দেয়া হয়। ভারত গত ১৬ জানুয়ারি বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ১০ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে। সূত্র: দ্যা হিন্দু বিজনেস লাইন Share this:FacebookX Related posts: ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া ভারতে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত করোনা আতঙ্ক : চীনাদের সব ভিসা বাতিল করল ভারত ২১ দিনের জন্য লকডাউন ভারত ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন প্রয়োগের অনুমতি দিল ভারত চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত! ব্রাজিলের পথে হাঁটছে ভারত সীমান্তে সেনা মৃত্যুর পরেও চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত আটক চীনা সেনাকে ফিরিয়ে দিল ভারত ভ্যাকসিন কূটনীতি: পাকিস্তানকে টিকা দিচ্ছে চীন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: টিকা দিচ্ছেভারতমিয়ানমারকে ১৫ লাখ ডোজ