২০২১ সালে সড়ক দুর্ঘটনায় ৭৮০৯ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৮৫ দিন গণপরিবহন বন্ধ থাকার পরও ২০২১ সালে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৩৯ জন। এর আগের বছর ৪ হাজার ৮৯১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ৬৮৬ জন। আর আহত হয়েছেন ৮ হাজার ৬০০ জন। রোববার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন। এসময় তিনি বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশ করেন। প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, ২০২১ সালে সড়ক পথের পাশাপাশি রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত, আহত ১৩৪ জন। নৌ-পথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১জন নিহত, আহত ৫৭৮ জন এবং ৫৪৪ জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল, নৌ-পথে মোট ৬ হাজার ২১৩টি দুর্ঘটনায় ৮ হাজার ৫১৬ জন নিহত ও ৯ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারণ তুলে ধরেন মোজাম্মেল হক। তিনি বলেন, বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, রাস্তাঘাটে ত্রুটি, ফটিনেসবিহীন যানবাহণ, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতাসহ বেশ কিছু কারণ রয়েছে দুর্ঘটনার পেছনে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল হক, মানবাধিকার কর্মী নুর খান লিটন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. হাদিউজ্জামান প্রমুখ। Share this:FacebookX Related posts: এক মাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪৪৫ জনের ২০২০-এ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯৬৯ গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৬৬৮৬ পোপ ফ্রান্সিসের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি করোনা ঝুঁকির মধ্যেই পোশাক কারখানা চালু পুলিশে করোনা আক্রান্ত ১২ হাজার ছাড়ালো একনেকে ১০ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫ ‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করে যাচ্ছে’ আরো ৯ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি ডুয়েটে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত SHARES Matched Content জাতীয় বিষয়: ২০২১ সালে৭৮০৯ জনের মৃত্যুযাত্রী কল্যাণ সমিতিসড়ক দুর্ঘটনায়