পোপ ফ্রান্সিসের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথে বৃহস্পতিবার হলি সি-তে (ভ্যাটিকান সিটি) সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালে ইতালির রাজধানী রোমের নিকটবর্তী ভ্যাটিকান সিটি পরিদর্শন এবং সেখানে পোপের সাথে সাক্ষাৎ করেছেন।’

শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ অবস্থান এবং পোপের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

আজই (বৃহস্পতিবার স্থানীয় সময়) একটি ট্রেনে করে ইতালির মিলান শহর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার ইতালি যান শেখ হাসিনা।