‘আইডি বা রেজিস্ট্রেশন কার্ড দেখালেই শিক্ষার্থীরা টিকা পাবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২ অনলাইন ডেস্ক : ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা আইডি কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড দেখালেই টিকা পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সে ক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আপাতত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করছি না। আমরা এ মাসের মধ্যেই সব শিক্ষার্থীর টিকার প্রথম ডোজ সম্পন্ন করবো। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা থেকে বেশি পিছিয়ে রয়েছে। সে কারণে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বৈঠক করা হবে।’ দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে নিয়মিত মনিটরিং করা হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদান চালিয়ে নেওয়া হবে। এটি ধারাবাহিক ভাবে চলবে।’ তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেওয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। যারা এখনো টিকা নিতে পারেনি এবং অসুস্থ আছেন তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ। Share this:FacebookX Related posts: ঢাবিতে ছাত্রদলের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৭২ শিক্ষার্থী নর্দান সিটি কলেজের ভবন ভাঙচুর ও লুটপাট করোনাভাইরাস নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের জরুরি নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়লো এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি এখন নেই : শিক্ষামন্ত্রী ১৫ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ‘চিন্তাভাবনা’ ৭৫ শতাংশ শিক্ষার্থী দ্রুত ক্লাসে ফিরতে চায় রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৬ আগস্ট ১৩ জুন স্কুল-কলেজ খোলা হবে : শিক্ষামন্ত্রী করোনায় পরিকল্পনাহীন শিক্ষা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: 'আইডি বা রেজিস্ট্রেশন কার্ড দেখালেইশিক্ষার্থীরা টিকা পাবে'