ঢাবিতে ছাত্রদলের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০ স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের মিছিলে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলা ও ডাকসু ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ছাত্রদল। এ সময় প্রায় তিন শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে মিলিত হয়। সেখানে সমাবেশ করে তারা। সেই সময় সমাবেশস্থলের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা এদিক-ওদিক ছুটাছুটি করে। শাহবাগ থানার ওসি বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে অপরাজেয় বাংলা থেকে একটি সমাবেশ মিছিল বের করে। মিছিল শুরুর সঙ্গে সঙ্গে সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ডাকসু ভবন এলাকায় গেলে সেখানেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগে ২৬, ২৯, ৩০ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৩০ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক কর্মচারী আহত হন। এসব ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা একে অপরকে দোষারোপ করছেন। Share this:FacebookX Related posts: কাল পরীক্ষায় বসছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী যোগ্য মানুষ গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স ‘করোনা পরিস্থিতি দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’ মির্জাপুর ক্যাডেট কলেজে বিজ্ঞানের সবাই জিপিএ-৫ পেয়েছে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৯৯৩ কোটি টাকা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে অনুমোদন নিতে হবে এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে আরেক দফা বাড়ল ছুটি মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, ডেন্টালে ৩০ এপ্রিল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ককটেল বিস্ফোরণছাত্রদলের কর্মসূচিঢাবি