ফরিদপুর জেলা মহিলা আ.লীগের কমিটি ঘোষণা করায় শহরে আনন্দ মিছিল

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয় ।

আজ সোমবার বিকেলে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া এর নেতৃত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে প্রেসক্লাব পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা বেগম, সহ-সভাপতি ও ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জোবায়ের কণা, সবিতা বৈরাগী, যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস বানু সহ জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্যরা।