খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ অনলাইন ডেস্ক : আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেভাবে মতামত দেওয়া হয়েছে তাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।’ তিনি বলেন, ‘আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোন সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তাঁর ছোট ভাইয়ের করা একটি আবেদনের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাঁর (খালেদা জিয়ার) ভাইয়ের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে তাঁকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয়েছে। দেশের যেকোনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়ে তিনি চিকিৎসা নিতে পারছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তাঁর ভাই আবারও একটি আবেদন করেছেন। আমরা এ আবেদনটির বিষয়ে আইনি মতামত চেয়ে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে সেটি আমাদের কাছে পাঠিয়েছে।’ তিনি বলেন, ‘যেহেতু অনুরূপ একটি আবেদন নিষ্পত্তি করে তাঁকে একবার সুবিধা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার তিনি আর এ সুবিধা পাবেন না। ফলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই বলে আইন মন্ত্রণালয়ের মতামতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আমাদের আরও কিছু পর্যবেক্ষণ রয়েছে। এগুলো সম্পন্ন করে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। Share this:FacebookX Related posts: যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই : রেলমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে বিদেশে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মা সেতুর রেল প্রকল্পের শ্রমিকদের গুলির ঘটনায় তদন্ত কমিটি স্বাস্থ্য অধিদফতরের নতুন ডিজি ডা. খুরশীদ আলম নৌবাহিনী প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল সংবিধানে ৭ মার্চের ভাষণের ‘ভুল’ খতিয়ে দেখতে কমিটি শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার শুরু বৃহস্পতিবার দমনই নয়, জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২২ সালে ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে: রেলপথ মন্ত্রী করোনায় আক্রান্ত খাদ্য সচিব নাজমানারা উসকানিমূলক বক্তব্য দেয়ায় সেই ওয়াসেক বিল্লাহ নোমানী আটক SHARES Matched Content জাতীয় বিষয়: খালেদা জিয়াকেবিদেশে পাঠানোরসুযোগ নেই