পদ্মা সেতুর রেল প্রকল্পের শ্রমিকদের গুলির ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২০

অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুর এলাকায় বুধবার পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের শ্রমিকদের বিক্ষোভের সময় গুলি চালানোর ঘটনায় গতকাল রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে এ তথ্য জানান পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকৌশল গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী।

তিনি বলেন, ‘এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কাজ করছে। আগামীকালই (শুক্রবার) তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

গোলাম ফখরুদ্দিন এ চৌধুরী আরও বলেন, ‘এটা জাস্ট মিস আন্ডারস্টেন্ডিং, আর কিছু না। পেমেন্ট নিয়ে এই মিস আন্ডারস্টেন্ডিং। শ্রমিকদের অতিরিক্ত ৩০০ টাকা করে দেয়ার কথা ছিল ঠিকাদারের। সেই পেমেন্ট নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। সেটাই আমরা দূর করে দিচ্ছি।’

গুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা যারা করছে, সেটা তদন্তের পরে বলতে পারব। এটা এখন তো বলা যাচ্ছে না। তদন্ত শেষ হোক, তখন বলতে পারব।’

ওই ঘটনায় আহতদের বিষয়ে জানতে চাইলে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক বলেন, ‘সিম্পল, জাস্ট পায়ে গুলি লাগছে সবার। ছয়জনের পায়ে গুলি লাগছে।’

পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের আন্দোলনকারী শ্রমিকরা নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় কাজ করে আসছিলেন। ঠিকাদার বলেছিলেন, এই অতিরিক্ত সময়ের জন্য তাদের বাড়তি ৩০০ টাকা করে দেয়া হবে। তবে সেই টাকা দেয়া নিয়ে টালবাহানা শুরু করলেন সেখানে বুধবার রাতে অসন্তোষ দেখা দেয়। এরই একপর্যায়ে শ্রমিকদের ওপর গুলি চালায় সেখানকার নিরাপত্তাকর্মীরা।